নিহিলিজম ব্যাখ্যা কর।

Reading Time: 1 minute

ভূমিকা : রাশিয়ার জার শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো নিহিলিজম আন্দোলন। রাশিয়ার বুদ্ধিজীবীদের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে জনসাধারণ আন্দোলনে যোগদান করলে আন্দোলন নৈরাজ্য পরিণত হয়।
→ নিহিলিজম আন্দোলন : নিহিলিজম আন্দোলনের উদ্ভব ঘটে রাশিয়ার লেখক ও বুদ্ধিজীবীদের মাধ্যমে মাধ্যমে। নিহিলিজম আন্দোলনের যাত্রা শুরু হয় ১৮৬০ সালের দিকে। যেটি স্থায়ী ছিল ১৮৭৬ সাল পর্যন্ত। নিম্নে এর পর্যায়গুলো তুলে ধরা হলো :

১. দর্শন পর্যায় : নিহিলিজম আন্দোলনের প্রথম পর্যায় ছিল দর্শন পর্যায়ের অন্তর্ভুক্ত আন্দোলনকারীগণ দর্শন, ইতিহাস ও ধর্মগত বিষয়গুলো নিয়ে সমালোচনা করতেন। এর ফলে জনগণের মাঝে সচেতনতা পরিলক্ষিত হয়
২. প্রচারমূলক আন্দোলন : নিহিলিজম আন্দোলন দর্শন পর্যায় অতিক্রম করে ১৮৭১ সালে প্রচারমূলক আন্দোলনের রূপ ধারণ করে। এই পর্যায়ে আন্দোলের সাথে যুবকগুলো যোগ দান করে। ফলে আন্দোলনে নৈরাজ্য দেখা দেয় ।
৩. সন্ত্রাসবাদী আন্দোলন : তৃতীয় পর্যায়ে এসে নিহিলিস্ট আন্দোলন সন্ত্রাসবাদের রূপ ধারণ করে। সরকারের দমন নীতির কারণে আন্দোলনকারী বিদ্রোহী হয়ে উঠে। এর ফলে আন্দোলনকারীরা জঙ্গীবাদী কর্মকাণ্ড শুরু করে। নিহিলিস্ট আন্দোলনের তৃতীয় পর্যায়কে কেন্দ্র করে ১৮৭৬-৭৮ সালে পর্যন্ত রাশিয়াতে বহু বিক্ষোভ এবং বিপ্লব সংগঠিত হয়।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাশিয়ার নিহিলিজম আন্দোলন একটি যুগান্তকারী ঘটনা। এর ফলে অনেক নৈরাজ্যজনক ঘটনা ঘটে। রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠায় নিহিলজম আন্দোলনের গুরুত্ব অপরিসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One comment on “নিহিলিজম ব্যাখ্যা কর।”

The National University of Bangladesh's all-books and notice portal, nulibrary.com, offers all different sorts of news/notice updates.

You may find almost every type of National University information here, including NU news, NU admissions information, NU results, and NU exam schedules.
Our goal is to aid NU students by offering information.
© Copyright 2022 - aowlad - All Rights Reserved
magnifierchevron-down linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram